দক্ষ কর্মী নিতে রাজি হল কাতার

বর্তমানে কাতার একমত হয়েছে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে । কারন ২০২২ সালের ফিফা বিশ্বকাপের আয়োজনকে সামনে রেখে অনেক কাজ পরিপূর্ণ করার জন্য হ্যাঁ বাচক বলে সাড়া দিয়েছেন এই মধ্যপ্রাচে্যর দেশটি।সোমবার সকালে এই দুই দেশের প্রথম বৈঠকে উপস্থিতি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এবংকাতারেরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল মুরাইখিক।
এ সময় তাঁকে দক্ষ শ্রমিক নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন পররাষ্ট্র মন্ত্রি।আলোচনা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিক ভাইদের বলেন, কাতারে বর্তমানে ৩,৫০০০০ বাংলাদেশি প্রবাসী অবস্থানরয়েছে।
তাছাড়া নতুন দক্ষ শ্রমিক পাঠানোর জন্য বিষদ আলোচনা হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরও কঠোর ভাবে কাজ করবে বলে জানিয়েছেন।
বর্তমানে করোনাভাইরাস যে পরিস্থিতি রূপধারণ করেছে, কাতার প্রবাসী শ্রমিকদের জীবনমান অগ্রধিকার সুরক্ষায়ে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহন করেন এবং প্রসংশা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম।