কাতার
ছুটিতে টিকেট কিনেও ফিরে আসতে পারলেন না এই কাতার প্রবাসী

ক’রোনা শেষ নিঃশেষ ত্যাগ করেন এই কাতার প্রবাসী আহমদ হোসেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের মরহুম মজম্মিল আলীর ছেলে।
কাতার প্রবাসী আহমদ হোসেন দেশে গিয়েছিলেন ছুটি কাটাতে। মাত্র দুদিন পর আগামী ১৪ আগস্টে কাতার ফিরে আসার টিকেট কিনেছিলেন তিনি। কিন্তু ভয়াল ক’রো’না তাঁকে আর কাতারে ফিরে আসার সুযোগ দিল না।
জানা যায়, গত কয়েকদিন যাবত নিউমোনিয়ায় আ’ক্রা’ন্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট কমিউনিটি বেইজড হাসপাতালে ভর্তি ছিলেন এই কাতার প্রবাসী।
পরে ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়ে দীর্ঘ ১৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার ১১ আগষ্ট দুপুর ২টায় তিনি ইন্তে’কাল করেন। রাত ৯টায় বাড়িতে জানাজা শেষে বাড়ির পাশে কবরস্থানে তাঁকে দাফন করা হয়।